খেলা

ভারতের বিশ্বকাপের জার্সি প্রকাশ

ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র দুই সপ্তাহ। ইতিমধ্যে সব দলগুলো তাদের পরিকল্পনা সাজিয়ে ফেলেছে। অপরদিকে অপেক্ষার ক্ষণ গুনতে শুরু করেছে ক্রিকেটপ্রেমীরা। ক্রিকেট উন্মাদনায় ভাসছে পুরো ভারত। যেখানে ১২ বছর পর আবারো আয়োজিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। মেগা এই আসরের সবচেয়ে বড় আকর্ষণের বিষয় প্রতিটি দেশের জার্সি।
বিশ্বকাপের মঞ্চে মাঠে প্রিয় দলকে সমর্থন দিতে প্রিয় দলের জার্সি গায়ে মাঠে আসবেন ভক্তরা। তবে বহুল প্রতীক্ষিত সেই জার্সি ঘিরে   সমর্থকদের আবেগ-ভালোবাসা বুঝে ভারতীয় দল তাদের বিশ্বকাপের জার্সি প্রকাশ করেছে। টিম ইন্ডিয়ার স্পন্সর প্রতিষ্ঠান অ্যাডিডাস সেই কাজটি তাই অনেক সময় হাত রেখেই করেছে। বিশ্বকাপ সামনে রেখে বেশ আগেভাগেই রোহিতদের জার্সি আজ উন্মোচন করল ক্রীড়াসামগ্রী প্রস্ততকারক প্রতিষ্ঠানটি।
বরাবরের মতোই নীল রঙে নিজেদের জার্সি সাজিয়েছে ভারত। যেখানে দুই তারকা খচিত জার্সিটিতে রয়েছে নতুনের আভাস। যেখানে ব্যবহার করা হয়েছে ভারতীয় গায়ক রাফতারের গান ‘তিন কা ড্রিম’ অর্থাৎ তৃতীয় বিশ্বকাপ জিততে চায় তারা।
কপিল দেব, মাহেন্দ্র সিং ধোনির পর এবার রোহিত শর্মার সামনে ইতিহাস গড়ার হাতছানি। বিসিসিআই তাদের ভেরিফায়েড টুইটারে ২ মিনিট ২১ সেকেন্ডের এক ভিডিও বার্তায় ভক্তদের জানান দিয়েছে তাদের জার্সি নিয়ে।
নীল রঙের এই বিশ্বকাপ জার্সিতে দুটি তারকা ছাড়াও কাঁধে তিনটি স্ট্রাইপ ব্যবহার করা হয়েছে যার মধ্যে একটি তেরঙা। এছাড়াও রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের লোগো।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশনে আগামী ২২ সেপ্টেম্বর মাঠে নামবে ভারত। অপরদিকে আগামী ৫ অক্টোবর বিশ্বকাপ শুরু হলেও ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ৮ অক্টোবর। চেন্নাইয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে টিম ইন্ডিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button