আন্তর্জাতিক

হিজাব বিতর্ক কর্ণাটকের হাইকোর্টে

কলেজে হিজাব পরা নিয়ে চরম বিতর্ক চলছে ভারতের দক্ষিণের রাজ্য কর্ণাটকে। উত্তেজনার মধ্যেই রাজ্যের সব স্কুল-কলেজ তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) এ মামলার শুনানি চলে। বুধবারও (৯ ফেব্রুয়ারি) শুনানি করেন বিচারক। তবে নিষ্পত্তি হয়নি। মামলাটি বৃহত্তর-বেঞ্চে পাঠানো হয়েছে।

বিচারপতি কৃষ্ণ এস দীক্ষিতের বেঞ্চ সাংবিধানিক এখতিয়ারের প্রশ্ন তুলে মামলাটি বৃহত্তর বেঞ্চে পাঠানোর নির্দেশ জারি করেছেন।

এর আগে উদুপির একটি সরকারি প্রাক-ইউনির্ভাসিটি কলেজে হিজাব নিষিদ্ধ বলে জানায় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই ওই প্রতিষ্ঠানে অধ্যয়নরত পাঁচ শিক্ষার্থী কর্নাটক হাইকোর্টে মামলা করেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button