আন্তর্জাতিক

ইউক্রেনের গুচ্ছবোমায় রুশ সাংবাদিক নিহত

ইউক্রেনের ছোড়া ক্লাস্টার বোমায় (গুচ্ছবোমা) রাশিয়ার বার্তা সংস্থা আরআইএর এক সাংবাদিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন রুশ সাংবাদিক। শনিবার (২২ জুলাই) ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিজিয়া অঞ্চলের সীমান্তে এ বোমা হামলা হয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আনাদোলু।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শনিবার ইউক্রেনের বোমার আঘাতে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনার পর তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও আরআইএর প্রতিনিধি রোস্তিসলাভ জুরাভলেভ নিহত হন।
আরআইএ জানিয়েছে, সীমান্তবর্তী পিয়াতিখাতকি গ্রামে জুরাভলেভকে হত্যা করা হয়েছে।
রুশ সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সেনাবাহিনীর ক্লাস্টার বোমা হামলায় চার সাংবাদিক গুরুতর আহত হন। তাদের মধ্যে আরআইএর সাংবাদিক রোস্তিসলাভ পরে মারা যান। এ ছাড়া আহত অন্যদের অবস্থাও আশঙ্কাজনক।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধে ইউক্রেন ক্লাস্টার বোমা ব্যবহার করছে। যদিও বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্র্যভাবে এই খবরের সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।
চলতি মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্র থেকে ক্লাস্টার বোমা পায় ইউক্রেন। তবে এই বোমা নেওয়ার ক্ষেত্রে ইউক্রেনের প্রতিশ্রুতি ছিল, তারা কেবল শত্রুশিবিরকে লক্ষ্য করেই এই বোমা ব্যবহার করবে। কারণ এটি অনেক ছোট ছোট বোমার সমন্বয়ে (গুচ্ছ) তৈরি করা হয়, যা বিস্তৃত এলাকাজুড়ে আঘাত হানতে সক্ষম। আর বোমাটির এই বৈশিষ্ট্যের কারণেই বেসামরিক লোকের ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্বের অনেক দেশে এটি নিষিদ্ধ করা হয়েছে।
তবে ইউক্রেন জানিয়েছিল, তারা এ অস্ত্রের সীমিত ব্যবহার করবে। অন্যদিকে জাতিসংঘ বলছে, যুদ্ধের শুরু থেকেই বারবার ক্লাস্টার বোমা ব্যবহার করছে রাশিয়া।
ইউক্রেনের ছোড়া ক্লাস্টার বোমায় (গুচ্ছবোমা) রাশিয়ার বার্তা সংস্থা আরআইএর এক সাংবাদিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন রুশ সাংবাদিক। শনিবার (২২ জুলাই) ইউক্রেনের দক্ষিণ-পূর্ব জাপোরিজিয়া অঞ্চলের সীমান্তে এ বোমা হামলা হয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আনাদোলু।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শনিবার ইউক্রেনের বোমার আঘাতে হতাহতের এ ঘটনা ঘটে। ঘটনার পর তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও আরআইএর প্রতিনিধি রোস্তিসলাভ জুরাভলেভ নিহত হন।
আরআইএ জানিয়েছে, সীমান্তবর্তী পিয়াতিখাতকি গ্রামে জুরাভলেভকে হত্যা করা হয়েছে।
রুশ সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সেনাবাহিনীর ক্লাস্টার বোমা হামলায় চার সাংবাদিক গুরুতর আহত হন। তাদের মধ্যে আরআইএর সাংবাদিক রোস্তিসলাভ পরে মারা যান। এ ছাড়া আহত অন্যদের অবস্থাও আশঙ্কাজনক।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধে ইউক্রেন ক্লাস্টার বোমা ব্যবহার করছে। যদিও বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্র্যভাবে এই খবরের সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।
চলতি মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্র থেকে ক্লাস্টার বোমা পায় ইউক্রেন। তবে এই বোমা নেওয়ার ক্ষেত্রে ইউক্রেনের প্রতিশ্রুতি ছিল, তারা কেবল শত্রুশিবিরকে লক্ষ্য করেই এই বোমা ব্যবহার করবে। কারণ এটি অনেক ছোট ছোট বোমার সমন্বয়ে (গুচ্ছ) তৈরি করা হয়, যা বিস্তৃত এলাকাজুড়ে আঘাত হানতে সক্ষম। আর বোমাটির এই বৈশিষ্ট্যের কারণেই বেসামরিক লোকের ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্বের অনেক দেশে এটি নিষিদ্ধ করা হয়েছে।
তবে ইউক্রেন জানিয়েছিল, তারা এ অস্ত্রের সীমিত ব্যবহার করবে। অন্যদিকে জাতিসংঘ বলছে, যুদ্ধের শুরু থেকেই বারবার ক্লাস্টার বোমা ব্যবহার করছে রাশিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button