জাতীয়

সিনহার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির গণশুনানি চলছে

পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহত হওয়ার ঘটনা তদন্তে গণশুনানি করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের (সিআইসি) কার্যালয়ে এ শুনানি চলছে। এই গণশুনানিতে প্রত্যক্ষদর্শীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আর আগে, বুধবার (১২আগষ্ট) সন্ধ্যায় একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও সিনহার মৃত্যুজনিত ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্য মোহাম্মদ শাজাহান আলীর স্বাক্ষরে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

শনিবার (১৫ আগস্ট) বেলা সোয়া দুইটার দিকে এই আলোচিত মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম শামলাপুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সেখানে প্রায় সোয়া এক ঘণ্টার মতো অবস্থান করেন। আশ-পাশের লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সকলের সহযোগিতা কামনা করেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button