আন্তর্জাতিক

আফগান শরণার্থীদের আশ্রয় দেবে না ইউরোপ

নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, আফগান শরণার্থীদের আশ্রয় দেবে না ইউরোপ।

আফগান শরণার্থী সংকটের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের নীতি ও আচরণের তীব্র নিন্দা জানিয়ে একে অমানবিক হিসেবে অভিহিত করেছে মানবাধিকার সংস্থাটি।

হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, ইউরোপীয় ইউনিয়নের নেতারা সহমর্মিতা দেখানোর পরিবর্তে আফগান শরণার্থীদের এ বার্তা দিয়েছে যেসব আফগান দেশ থেকে পালাচ্ছে তারা যেন ইউরোপকে নিরাপদ আশ্রয়কেন্দ্র না ভাবে।

সংস্থাটি গত ৩১ আগস্ট ইউরোপের বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা উল্লেখ করে বলেছে, অস্ট্রিয়া, ডেনমার্ক ও চেকপ্রজাতন্ত্রের প্রতিনিধিরা আফগানদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তারা যেন দেশেই থেকে যায় এবং আমরা ইউরোপ থেকে তাদের প্রতি সমর্থন দিয়ে যাব।

বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো অনেকটা বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলছে। এ কারণে হিউম্যান রাইটস ওয়াচ আফগান শরণার্থীদের ব্যাপারে আরও মানবিক আচরণ করার এবং তাদের অধিকারের প্রতি সম্মান দেখানোর জন্য ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছে। একইসঙ্গে ইউরোপ যেন আফগানদের আশ্রয়ের আবেদনকে বিবেচনায় আনে সে বিষয়েও জোর দেওয়া হচ্ছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button