করোনাজাতীয়

করোনায় আক্রান্ত বাড়ায় পুলিশের জন্য আলাদা হাসপাতাল

দেশের প্রতি একশো জন করোনা রোগীর মধ্যে দশ জনের বেশি পুলিশ সদস্য। কেবল রাজধানীতেই আক্রান্ত প্রায় সাতশ’ জন। রাজারবাগের ২৫০ শয্যার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে জায়গা না হওয়ায় অনেককে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে হোটেলসহ বিভিন্ন জায়গায়। এ সংকট কাটাতে বেসরকারি ইমপালস হাসপাতালের সাথে দুই মাসের চুক্তি করেছে পুলিশ।

শুধু করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের নিবিড় চিকিৎসা প্রদানের জন্য ৪৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি ব্যবহার করবে পুলিশ।

পুলিশ সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুগ্রহে পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য ইমপালস হাসপাতাল প্রাইভেট লিমিটেডে বন্দোবস্ত করা হয়েছে। পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সহায়তায় স্বল্পতম সময়ে এই হাসপাতালটি আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থার প্রক্রিয়া সম্ভব হয়েছে।

দ্রুতই ইমপালস হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া শুরু হবে।

জানা গেছে, এ সময় নিয়মিত রোগীদের অন্যত্র চিকিৎসা দেবে হাসপাতালটি। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ বাস্তবায়নে মাঠে নিয়োজিত পুলিশ সদস্যরা বাহিনীর এ উদ্যোগের জন্য স্বস্তি প্রকাশ করেছেন।

সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, পুলিশের ১৩০০ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ছয় জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button