খেলা

এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ানডেতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করেছে তামিম ইকবালের দল। গায়ানায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বল হাতে ছিল ১৭৬টি।
এ নিয়ে ওয়ানডে ফরম্যাটে শেষ পাঁচ সিরিজের সবকয়টি জিতলো বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে টানা পাঁচ সিরিজ জেতার কীর্তি দেখিয়েছিল টাইগাররা। ২০১৪-১৫ মৌসুমে জিতেছিল টানা ছয় সিরিজ।
বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল মাত্র ১০৯ রানের। ক্যারিবীয় দুই বাঁহাতি স্পিনার আকিল হোসেন আর গোদাকেশ মোতিকে সামলাতে তামিম ইকবালের সঙ্গে লিটন দাসের বদলে আজ ওপেনিংয়ে নামেন আরেক বাঁহাতি নাজমুল হোসেন শান্ত।
জুটিতে ৪৮ রান আসে তাদের।
ইনিংসের ১৩তম ওভারে মোতিকে কাউ কর্নার দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ হন শান্ত। ৩৬ বলে ২ বাউন্ডারিতে শান্ত করেন ২০ রান। দ্বিতীয় উইকেটে ৫১ বলে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তারা।
তামিম ক্যারিয়ারের ৫৩তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন বাউন্ডারি হাঁকিয়ে। তখন দলের জয়ের জন্য দরকার ছিল মাত্র ১ রান। ৬২ বলে ৭ বাউন্ডারিতে ৫০ রানে অপরাজিত থাকেন তামিম। ২৭ বলে ৬ চারে ঝড়ো ৩২ করেন লিটন।
এর আগে মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদদের দুর্দান্ত বোলিংয়ে ৩৫ ওভার খেলে ১০৮ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button