জাতীয়

বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় ৫৮তম অবস্থানে চট্টগ্রাম বন্দর

বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় ৫৮তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর। মাত্র এক বছরের ব্যবধানের ছয় ধাপ এগোলো দেশের প্রধান সমুদ্রবন্দরটি। ২০১৮ সালে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৬৪তম। সর্বশেষ প্রকাশিত হলো ২০১৯ সালের তালিকা।

লন্ডনভিত্তিক শিপিং বিষয়ক প্রাচীন সংবাদমাধ্যম প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। লয়েডস লিস্ট প্রতিবছর এ তালিকা প্রকাশ করে।

 List of busiest ports in the world

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে বিশ্বের শীর্ষ ১০০টি বন্দর দিয়ে ৬৩ কোটি ৪০ লাখ একক কনটেইনার পরিবহন হয়েছে, যা ২০১৮ সালের তুলনায় আড়াই শতাংশ বেশি। শীর্ষ ১০০ বন্দরের মধ্যে চীনের আছে ২৩টি। চীনের বন্দরগুলো দিয়ে বিশ্বের মোট কনটেইনারের ৩৮ দশমিক ৪৩ শতাংশ পরিবহন হয়েছে। চীনে গত বছর কনটেইনার পরিবহন হয়েছে ২৪ কোটি ৩৭ লাখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button