জাতীয়

বিএনপির সড়কে অবস্থানের পরিকল্পনা থাকায় পুলিশ ব্যবস্থা নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে হাসপাতালে ভর্তি পুলিশ সদস্যদের দেখে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগের সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সোহরাওয়ার্দী উদ্যানে করতে বলেন এবং তাই হয়। বিএনপিকেও তাই বলা হয়েছিল। এছাড়া তাদের আরও কতগুলো বিকল্প দেওয়া হয়। তাদের ডিএমপি কমিশনার অফিসে ডাকা হয়। হঠাৎ শুনলাম পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ ও পটকা ফুটিয়ে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। বাধ্য হয়েই তারা পদক্ষেপ নিয়েছেন। এরপর তারা বোমা কোথা থেকে এসেছে সেটি খুঁজতে গিয়ে বিএনপি অফিসে দেখে ১৫টি হাত বোমা, প্রচুর পরিমাণে চাল ও পানি মজুদ আছে। এই মজুদের কোন কারণও আমাদের জানায় নাই। আমরা এখন জানতে পেরেছি তারা সড়কে অবস্থান নেওয়ার পরিকল্পনায় ছিল বলে এই ব্যবস্থা নিয়েছিল।’
তিনি আরও বলেন, ‘আমরা বারবার বলেছি আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করুন। কিন্তু জানমালের ক্ষতিসহ অরাজকতা করার চেষ্টা হলে পুলিশ কিন্তু চুপ থাকবে না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদের বলেছি মিরপুরে বিশাল মাঠ আছে, সেখানে পুলিশের সহযোগিতা পাবে। আমরা কোনোক্রমেই রাস্তায় কোনো অরাজক পরিস্থিতি তৈরি হতে দিবো না।’
কামাল বলেন, ‘পরিস্থিতি নাজুক হয়েছে বলে আমরা মনে করি না। আমাদের নিয়ন্ত্রণেই আছে। তাদের শুভবুদ্ধির উদয় হোক এটা আমরা চাই। তাদের কোন বিকল্প পরামর্শ থাকলে সেটা তারা জানাক।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশ অফিসে ভাংচুর করেনি। সেখানে মনে হয় তাদের সমর্থকরা তাদের সাথে খারাপ আচরণ বা ধাক্কা দিয়ে থাকতে পারে। পুলিশ তল্লাশী চালিয়েছে। পুলিশ ককটেল রাখতে যাবে কেন।’
এর আগে যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ব্রেকিং নিউজকে বলেন, ‘পুলিশের ৩০ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। তাদের উপর হামলা হয়েছে। ককটেল নিক্ষেপ হয়েছে। ব্যাপক নাশকতার পরিকল্পনা ছিল বিএনপি নেতাকর্মীদের।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button