জাতীয়

কোনোভাবেই নয়াপল্টনে সমাবেশ করতে পারবে না বিএনপি: ডিএমপি

কোনোভাবেই নয়াপল্টনে  বিএনপি সমাবেশ করতে পারবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের নিরাপত্তার বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান বা বড় কোনো মাঠে হলে বিএনপি গণসমাবেশ করলে ডিএমপির আপত্তি নেই। তবে নয়াপল্টন বিএনপি কোনোভাবেই সমাবেশ করতে পারবে না।’
তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে, পল্লবীর মাঠে বা ইজতেমার ময়দানে সমাবেশ করতে হবে বিএনপিকে। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
চেকপোস্ট ও তল্লাশি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা রুটিন ওয়ার্ক। কোন রাজনৈতিক কারণে নয়। নয়াপল্টনে পুলিশ নিরাপত্তার স্বার্থে কঠোর হয়েছে। কারণ সেখানে বিএনপির নেতা-কর্মীরা চাল-ডালের বস্তায় ককটেল এনেছে। তাদের বিরুদ্ধে পুলিশ, সোয়াট কঠোর হয়েছে নিরাপত্তার প্রয়োজনে।’
খন্দকার গোলাম ফারুক বলেন, ‘পল্টনের সামনে ১০ লাখ লোকের জায়গা হবে না। সর্বোচ্চ এক লাখ লোক পল্টনে দাঁড়াতে পারবে। বাকি ৯ লাখ লোক ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়বে। যার উপর বিএনপির কোন নিয়ন্ত্রণ থাকবে না। এতে জনদুর্ভোগ ও জননিরাপত্তার জন্য তাদের পল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না।’
সেখানে একজন নিহত এবং বেশ ক’জনের আহত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখনও বিস্তারিত কিছু জানি না। ফুটেজ দেখি নাই। দেখছি। তারপরই কিছু বলতে পারবো।’
‘আমরা গোয়েন্দা সংস্থা এবং মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি বিএনপি ঢাকা শহরে ১০ লাখ লোক জামাতের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। কাজেই পার্টি অফিসের সামনে জনদুর্ভোগ করে এবং ঢাকার আইনশৃঙ্খলা বিঘ্ন করে তাদেরকে সেখানে অনুমতি দেওয়া যাবে না। আপনারা যে কোনো খোলা মাঠে যেতে পারেন বা অন্য কোনো প্রস্তাব দিতে পারেন। অন্য প্রস্তাব হিসেবে তাদেরকে বলা হয় ইজতেমা মাঠ আছে। সেখানে আপনার ১০ লাখ লোক জমায়াত করতে পারবেন। পূর্বাচলে বাণিজ্য মেলার মাঠ আছে, সেখানে যেতে পারেন।’ যোগ করেন ডিএমপি কমিশনার।
তিনি আরও বলেন, ‘দুটি কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম কারণ পল্টনে এত লোকের জায়গা হবে না। যদি তারপরেও তারা সেখানে সমাবেশ করে তবে বাকি ৯ লাখ লোক ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। যার উপর বিএনপির কোনো নিয়ন্ত্রণ থাকবে না এবং পুলিশেরও কোন নিয়ন্ত্রণ থাকবে না। একই সঙ্গে এই ১০ লাখ লোক ঢাকার সমস্ত রাস্তা দখল করলে ঢাকাবাসীর জন্য একটা চরম দুর্ভোগের বিষয় হবে।’
কমিশনার বলেন, ‘সার্বিক দিক বিবেচনা করে তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়। পরে মিডিয়ার মাধ্যমে জানতে পারি তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে আগ্রহী না। তারা পল্টন বা তার আশেপাশে কোনো রাস্তায় করতে আগ্রহী। এ প্রসঙ্গে আমাদের ডিএমপির সুস্পষ্ট বক্তব্য হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যানে বা এর মত কোন খোলা মাঠে সমাবেশ করতে হবে। আমরা জনদুর্ভোগ এবং জননিরাপত্তা বিষয়ে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। ১০ ডিসেম্বরের মধ্যে বিএনপি যদি তাদের সিদ্ধান্ত বদল করে যদি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে রাজি হয় তাহলে ১৪৪ ধারার মত কঠোর কোন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন পড়বে না। তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো।’
তিনি বলেন, ‘আজ কোন কর্মসূচি বিএনপি’র ছিল না। তারপরও অফিস ডে’তে তারা রাস্তা অবরোধ করে জনদূর্ভোগ সৃষ্টি করেছে। এটা কোনভাবেই বরদাস্ত করা হবে না। বিএনপি যদি আইন ভঙ্গ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button