জাতীয়

আইএসএর টুপি মাথায় আদালত এলাকায় হলি আর্টিসান হামলার আসামী

 

গুলশানের হলি আর্টিজান রেস্তারায় নারকীয় হত্যাযজ্ঞ চালানোর ঘটনায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর আদালত প্রাঙ্গণেই তাদের দুজনের মাথায় ছিলো কালো টুপি, সেখানে মধ্যপ্রাচ্যের জঙ্গি দল আইএস এর পতাকার চিহ্ন।
বুধবার বিশ্বজুড়ে আলোচিত এ মামলার রায়ের পর পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আসামিদের কাছে কী করে ওই টুপি গেল, সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি কেউ।
কেবল টুপিতে নয়, রায়ের আগে, পরে এবং রায়ের সময় আদালতকক্ষেও আসামিদের আচরণ ছিল উদ্ধত।
২০১৬ সালের পহেলা জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ সেই জঙ্গি হামলায় নিহত হন ২২ হন। এরমধ্যে সতের জনই বিদেশি। পরে কমান্ডো অভিযানের মধ্য দিয়ে সেই সঙ্কটের রক্তাক্ত অবসান ঘটে।
রায়ের আগে আসামিদের যখন হাজতখানা থেকে বের করে আদালত কক্ষে নেওয়া হচ্ছিল, আসামিদের একজন আঙুল তুলে ‘ভি’ চিহ্ন দেখান। কালো পাঞ্জাবি পরা জাহাঙ্গীর আলমের মুখে ছিল হাসি। মামুনুর রশীদ রিপনকে কিছুটা গম্ভীর মনে হলেও বাকিদের হাসতে ও আঙুল তুলে কথা বলতে দেখা যায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, কাঠগড়ায় তোলার পরও আসামিরা বেশ ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছিলেন। নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বলছিলেন, বিচার হবে হাসরের ময়দানে।
আসামিদের কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানে তোলা হলে জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধীর মাথাতেও একই ধরনের টুপি দেখা যায়। অথচ আদালতে নেওয়ার সময় ওই দুজনের মাথায় কোনো টুপি দেখা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button