জাতীয়

বুধবার ইজেডে ৫০ শিল্প ইউনিট ও প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্র

আগামী বুধবার (২৬ অক্টোবর) স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে, ৫০টি শিল্প ইউনিট ও প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২১ অক্টোবর) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন।

তিনি বলেন, আগামী বুধবার (২৬ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের অর্থনৈতিক অঞ্চলে ৫০টি শিল্প ইউনিট, প্রকল্প ও ভবন উদ্বোধন করবেন। বেজার আটটি ভেন্যু ভার্চুয়ালি এই অনুষ্ঠানের আয়োজন করবে।

তিনি জানান, এর মধ্যে ২৯টি শিল্প ইউনিটে এখন পর্যন্ত ৬১০ মিলিয়ন বিনিয়োগ করা হয়েছে এবং আরও এক হাজার ৯২২ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্বোধন হতে যাওয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্যে রয়েছে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে (বিএসএমএসএন) চারটি কারখানার বাণিজ্যিক কার্যক্রম, জামালপুর অর্থনৈতিক অঞ্চল, শ্রীহট্ট ইজেড এবং সাবরাং ট্যুরিজম পার্কের প্রশাসনিক ভবন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএসএমএসএন অঞ্চলে ২০ কিলোমিটার শেখ হাসিনা সরণি, ২৩০ কেভিএ গ্রিডলাইন ও সাবস্টেশন উদ্বোধন করবেন বলে জানা গেছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button