রাজনীতি

জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাসী অর্থায়নের তথ্য প্রমাণ দিলেন ৩ মার্কিন কংগ্রেসম্যান

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডে অর্থায়নের অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের তিন কংগ্রেসম্যান। এ নিয়ে এরইমধ্যে তথ্য-প্রমাণসহ স্টেট ডিপার্টমেন্টের কাউন্টার টেরোরিজম উইনিটে চিঠি দিয়েছেন তারা। এতে বলা হয়, শুধু দক্ষিণ এশিয়াই নয়, এশিয়া-ইউরোপ এমনকি যুক্তরাষ্ট্রেও অঙ্গ সংগঠনের মাধ্যমে কার্যক্রম সম্প্রসারিত করছে দলটি। চিঠিতে উঠে আসে একাত্তরে গণহত্যা জামায়াতের সংশ্লিষ্টতার বিষয়টিও।
জামায়াতে ইসলামের সহিংসতার দৃশ্য বার বারই দেখেছে বাংলাদেশের মানুষ। জাতীয় নির্বাচন, যুদ্ধাপরাধীদের বিচারের রায়- এমন নানা ইস্যুতে রাজধানীসহ দেশব্যাপী তান্ডব চালিয়েছে দলটি। জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ দীর্ঘদিনের।
এবার তিন মার্কিন কংগ্রেসম্যান- ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের জিম ব্যাংকস, টেনেসির চাক ফ্লেইসমান ও টেক্সাসের র‌্যান্ডি ওয়েবার জামায়াতের বিরুদ্ধে সন্ত্রাসী কাজে অর্থায়নের তথ্য প্রমাণ দিলেন। গত পহেলা নভেম্বর স্টেট ডিপার্টমেন্টকে দেয়া চিঠিতে বলা হয়, হেল্পিং হ্যান্ডস ফর রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট-এইচএইচআরডি এবং ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা-ইসনা জামায়াতের সঙ্গে সম্পর্কিত। আর এ সংস্থা দুটি ফালাহ-ই-ইনসানিয়াত ফাউন্ডেশন ও আল-খিদমতের মতো সন্ত্রাসী সংগঠনকে সরাসরি অর্থায়ন করছে। এর পক্ষে প্রমাণও তুলে ধরেন তারা।
কংগ্রেসম্যানরা জামায়াতের পূর্ব ইতিহাসও তুলে ধরেন। বলেন, একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানী ইন্টেলিজেন্সের প্যারামিলিটারি হিসেবে কাজ করেছে দলটির সদস্যরা। নির্বিচারে হত্যা করেছে নিজের দেশের মানুষকে।
পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্টেট ডিপার্টমেন্টের প্রতি তদন্তের আবেদন জানিয়েছেন কংগ্রেসম্যানরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button