করোনাজাতীয়

স্বাস্থ্যকর্মীদের প্রতি উৎসর্গকৃত জাতিসংঘের সংগীতে পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ

করোনাভাইরাসের কারণে সমগ্র বিশ্ব নজিরবিহীন সংকটে পড়েছে। মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার পাশাপাশি সমগ্র পৃথিবীর অর্থনৈতিক কমকাণ্ড বিপর্যস্ত। এই বৈশ্বিক মহামারি মোকাবিলায় বিশ্বস্বাস্থ্য সংস্থা পৃথিবীর দেশসমূহের সাথে সমন্বয় করে এসমস্যা মোকাবিলায় কাজ করে যাচ্ছে।

জাতিসংঘের প্রতিষ্ঠার ৭৫বছর পূর্তির বছরে এই সংকটময় মুহুর্তে এসংস্থার বর্তমান ও সাবেক ২৬ জন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাইকেল জ্যাকসনের Heal the World সংগীতের মাধ্যমে এ সমস্যা মোকবিলায় বৈশ্বিক প্রচেষ্টার সাথে একাত্বতা প্রকাশ করেছেন। এদের মধ্যে কয়েকজন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি হিসেবে এতে অংশগ্রহণ করেন।

যেসব ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মী পৃথিবীকে করোনামুক্ত করার জন্য পরিশ্রম করে যাচ্ছে তাদের উদ্দেশ্যে এ সংগীতটি উৎসর্গ করা হয়েছে। এছাড়া এসংগীতের মাধ্যমে বিশ্বস্বাস্থ্য সংস্থার করোনা মোকাবিলায় সলিডারিটি রেসপন্স ফাণ্ডে (Covid-19 Solidarity Response Fund) অনুদান প্রদানকে উৎসাহিত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button