জাতীয়

ঢাকা-জলপাইগুড়ি ট্রেন চালু ২৬ মার্চ

আগামী ২৬ মার্চ চালু হচ্ছে, ভারতের পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত নতুন একটি যাত্রীবাহী ট্রেন।

গতকাল বুধবার দুই দেশের রেল কর্মকর্তাদের বৈঠক শেষে ভারতের রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিআরএম (ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার) রবীন্দ্র কুমার ভার্মা সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

রবীন্দ্র ভার্মা সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকিভাবে ঠিক হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে সামনে রেখে নতুন করে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি বা এনজেপি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত একটি যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হচ্ছে।

এটি হবে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের তৃতীয় রেল পরিষেবা।’

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন চলছে এ ট্রেনটি। নিউ জলপাইগু থেকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার ট্রেনটি স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ছাড়বে। ভাড়া এখনও ঠিক হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button