বিনোদনসাহিত্য ও বিনোদন

এক গানের জন্যই কোটি রুপি

অভিনেত্রী পূজা হেগড়ে আইটেম গানে পারফর্ম করে পারিশ্রমিক নিচ্ছেন ১ কোটি রুপি। খবর: টলিউড ডটনেট।

পরিচালক অনিল রবিপুরী নির্মিত ‘এফ থ্রি’ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করবেন ‘রাধে শ্যাম’ খ্যাত এই অভিনেত্রী।

রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন- ভেঙ্কটেশ, তামান্না ভাটিয়া, রবি তেজা ও মেহেরীন।

টলিউড ডটনেটের প্রতিবেদন থেকে জানা গেছে, সিনেমাটির আইটেম গানে পারফর্ম করবেন পূজা। অভিনেত্রী গানটির জন্য পারিশ্রমিক নিচ্ছেন ১ কোটি রুপি। খুব শিগগির গানটির দৃশ্যধারণের কাজ শুরু হবে।

সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ২৭ মে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button