খেলা

সাকিবের লাইফ সহজ করে দেন কিপার মুশফিক

মুশফিক ভাই উইকেটকিপিং করলে আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে-এমনভাবেই নিজের কথা বলছিলেন সাকিব আল হাসান।

আজ সোমবার মিরপুরে, এশিয়া কাপ নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলে তিনি।

সাকিব বলেন, ‘মুশফিক ভাই উইকেটকিপিং করলে আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। টি-টোয়েন্টিতে সময় অনেক কম থাকে। ফিল্ডিংয়ের অ্যাঙ্গেলগুলো খুব সহজেই উনি পরিবর্তন করতে পারেন। আমার কাছে শোনারও দরকার হয় না। তো আমার লাইফটা অনেক ইজি হয়ে যায়।’

তিনি জানান, কিপার হিসেবে মুশফিক ভাইয়ের মতো অভিজ্ঞ উইকেটরক্ষক ফিল্ডিংয়ে খেলোয়াড়দের পজিশন ঠিক করে দেওয়ায়, মাঠের অন্য পরিকল্পনা নিয়ে ভাবার ফুরসত মেলে সাকিবের।

বলেন, টি-টোয়েন্টিতে সময় অনেক কম থাকে। তাই এগারোটা প্লেয়ার সবসময় দেখা সম্ভব না। একমাত্র কিপারই আছে যে, এটা ভালোভাবে দেখতে পারে। আর তার মতো এত এক্সপেরিয়েন্স কেউ থাকলে আমার জন্য কাজটা সহজ হয়ে যায়।’

এবার এশিয়া কাপে মুশফিকুর রহিমের হাতেই থাকছে কিপিংয়ের দায়িত্ব। এর আগে, নানা বিতর্কের ভিড়ে গতবছর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে উইকেটকিপিং ছাড়ার ঘোষণা দেন মুশফিক।

এরপর থেকে কুড়ি ওভারের ম্যাচে অনিয়মিত হয়ে পড়েন পঞ্চপাণ্ডবের অন্যতম তারকা।

তবে, এবার এশিয়া কাপে মুশফিকের হাতেই থাকছে কিপিংয়ের দায়িত্ব। মূলত, লিটন দাস এবং নুরুল হাসান সোহানের চোটের পাশাপাশি অধিনায়ক সাকিব আল হাসানের অনুরোধেই এই দায়িত্ব পালন করতে রাজি হন মুশফিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button