রাজনীতি

বিএনপি করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করছে না: ফখরুল

করোনা ভাইরাস নিয়ে বিএনপি কোনও রাজনীতি করছে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘বিশ্বজুড়ে করোনা ভাইরাস একটা মহামারি আকারে ধারণ করেছে। এর সাথে রাজনীতির কোনও সম্পর্ক নেই। কিন্তু এ ভাইরাস নিয়ে আমরা কি সরকারের দোষ-ত্রুটি ধরিয়ে দিতে পারব না? আমরা এ বিষয়ে কিছু বললেই তারা বলবেন, ‘রাজনীতি করবেন না’।’

বৃহস্পতিবার (১২ মার্চ) নয়াপল্টন এলাকায় করোনা ভাইরাস নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচির আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের একটি সর্ববৃহৎ দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে করোনা ভাইরাস প্রতিরোধে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এরই অংশ হিসেবে আজকে আমরা লিফলেট বিতরণ করবো। সারা দেশে আমরা আমাদের সমস্ত শাখাগুলোকে বলে দিয়েছি, নিজ নিজ অবস্থান থেকে এই ভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে এবং আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আজকে বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য জরুরি অবস্থা ঘোষণা করছে।  কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা হয়নি। এটাকে প্রথমে গুরুত্বই দেয়া হয়নি। তিনজন আক্রান্ত হওয়ার পর কিছু কিছু ব্যবস্থা নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বিমানবন্দরগুলোতে থার্মাল স্ক্যানার এতটাই অপর্যাপ্ত যে চীনা রাষ্ট্রদূতকে বলতে হয়েছে, ‘এখানে পর্যাপ্ত ব্যবস্থা নেই’। অন্যদিকে চিকিৎসা কেন্দ্রগুলোতে সব রকম সুযোগ সুবিধা এখনও তৈরি করা হয়নি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের বক্তব্য, সরকার অনেক দেরি করে এ কাজগুলো শুরু করেছে। এর কারণটা রাজনৈতিক, বিশেষ বর্ষ পালনের কারণে সরকার এদিকে নজর দিতে পারেনি। বিশ্বজুড়ে এ ভাইরাস সম্পর্কে খুব বেশি একটা ধারণা নেই। আমাদের দুর্ভাগ্য যে, সারা দেশে উন্নয়নের ডামাডোল বাজানো হচ্ছে, কিন্তু আমাদের স্বাস্থ্যখাত এতই দুর্বল যে সাধারণ মানুষ ন্যূনতম স্বাস্থ্যসেবা পাচ্ছে না।’

এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button