আন্তর্জাতিককরোনা

বিশ্বে করোনা আতঙ্ক: মৃত্যু ৮২ হাজার ছাড়িয়েছে; আক্রান্ত ১৪ লাখ ছাড়ালো

ওয়ার্ল্ড ওমিটারের তথ্য অনুযায়ী করোনায় বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ২৫ জন। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে। যা এ যাবৎ বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্ছ মৃত্যুর রেকর্ড।
এছাড়া বিশ্বজুড়ে মোট আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৩০ হাজার ৫৯০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩ লাখ ১ হাজার ৯৪০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৫৫৪ জন।
সবমিলিয়ে, বর্তমানে ১০ লাখ ৪৬ হাজার ৬২৫ জন আক্রান্ত রয়েছে। তাদের মধ্যে ৯ লাখ ৯৮ হাজার ৭৩৫ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। আর ৪৭ হাজার ৮৯০ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছে।

জাপানে এক মাসের জরুরি অবস্থা

জাপানে এক মাসের জরুরি অবস্থা

করোনা ভাইরাসের বিস্তার রোধে জাপান রাজধানী টোকিওসহ সাতটি প্রদেশে মাসব্যাপী জরুরি অবস্থা জারি করেছে। দেশটির রাজধানীসহ এসব প্রদেশ আগামী ৬ মে পর্যন্ত জরুরি অবস্থার আওতায় থাকবে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এক ঘোষণায় জানিয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সোমবার থেকেই জরুরি অবস্থা জারির প্রস্তুতি নিচ্ছিল জাপান।
টোকিওতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে নবগঠিত করোনা ভাইরাস টাস্ক ফোর্সের এক বৈঠকে শিনজো আবে বলেন, “সমগ্র দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ আমাদের জীবনযাত্রাকে ব্যাহত করছে। অনেক প্রাণহানিও ঘটাচ্ছে। এই প্রেক্ষিতে আমি সংবিধানের সংশোধিত অধ্যাদেশ ৫২/১ ধারা অনুযায়ী সাতটি প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করছি।”
টোকিও, ওসাকা, চিবা, কানগাওয়া, হিয়োগো, সায়তামা ও ফুকোওয়াকা, এ সাতটি প্রদেশ জরুরি অবস্থার আওতায় থাকবে।

ব্রিটেনে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ব্রিটেনে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭৮৬ জন। যা এখন পর্যন্ত একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৫৯ জন।
এদিকে আক্রান্তের সংখ্যায় ব্রিটেন চার নম্বরে। সেখানে আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ২৪২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৩৪ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১১৩৫ জন।
এছাড়া ব্রিটেনে বর্তমানে ৪৮ হাজার ৯৪৮ জন আক্রান্ত রয়েছে। তাদের মধ্যে ৪৭ হাজার ৩৮৯ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। বাকি ১ হাজার ৫৬৯ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছে।

ফ্রান্সে ২৪ ঘণ্টায় ১৪১৭ জনের মৃত্যু

ফ্রান্সে ২৪ ঘণ্টায় ১৪১৭ জনের মৃত্যু

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ৪১৭ জন। যা এখন পর্যন্ত একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩২৮ জন।
এদিকে আক্রান্তের সংখ্যায় ফ্রান্স চার নম্বরে। সেখানে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯ হাজার ৬৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১১ হাজার ৫৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ হাজার ৩৩৭ জন।
এছাড়া ফ্রান্সে বর্তমানে ৭৯ হাজার ৪০৪ জন আক্রান্ত রয়েছে। তাদের মধ্যে ৭২ হাজার ৩৭৩ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। বাকি ৭ হাজার ১৩১ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছে।

যুক্তরাষ্ট্র, একদিনে সর্বোচ্চ ১৯৭০ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্র, একদিনে সর্বোচ্চ ১৯৭০ জনের প্রাণহানি

নিউইয়র্কে একদিনে সর্বোচ্চ মৃত্যু

নিউইয়র্কে একদিনে সর্বোচ্চ মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৭৩১ জন মারা গেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে এ খবর প্রকাশিত হয়।

এর আগে একদিনের ব্যবধানে এত বেশি সংখ্যক করোনা আক্রান্ত রোগী মারা যায়নি রাজ্যটিতে। নিউইয়র্কে ইতোমধ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৪৮৯ জন। নিউইয়র্ক গভর্নর অ্যান্ড্রু কুমো এ তথ্য নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button