আন্তর্জাতিক

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন অজয় বাঙ্গা

সারা বিশ্বের ব্যাংকিং ব্যবস্থাপনা এবং অর্থের নিয়ন্ত্রক সংস্থা বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা।
বুধবার (৩ মে) অজয় বাঙ্গাকেই প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে বিশ্ব ব্যাংক। ২৫ সদস্যের এক্সিকিউটিভ বোর্ড জানিয়েছে, আগামী পাঁচ বছরের জন্য বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট থাকবেন বাঙ্গা। নির্বাহী বোর্ডের বৈঠকের পর এ সংক্রান্ত  লিখিত বিবৃতি জারি করেছে বিশ্ব ব্যাংক।
এর আগে অজয় বাঙ্গাকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে নির্বাচিত হলেন বাঙ্গা। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে আসীন হলেন তিনি।
জানা যায়, আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বাঙ্গা। বর্তমানে বিশ্ব ব্যাংকের দায়িত্বে রয়েছেন ডেভিড মালপাস। তার হাত থেকেই দায়িত্ব গ্রহণ করবেন বাঙ্গা।
উল্লেখ্য, ভারতের পুনেতে জন্মগ্রহণ করেন বাঙ্গা। দিল্লির সেন্ট স্টিফেনস কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করার পর আইআইএম আহমেদাবাদ থেকে এমবিএ করেন।
ভারতেই নিজের চাকরিজীবন শুরু করেছিলেন বাঙ্গা। নেসলেতে প্রথম কাজ করেছিলেন। সিটি গ্রুপের হয়ে ভারত এবং মালয়েশিয়ায় কাজ করেছিলেন তিনি।
তিনি ২০০৭ সাল মার্কিন নাগরিক হন। আপাতত কাজ করছেন জেনারেল আটলান্টিকের ভাইস-চেয়ারম্যান হিসেবে। পার্টনারশিপ অফ সেন্ট্রাল আমেরিকার সহ-চেয়ারম্যানও। উত্তর-মধ্য আমেরিকায় মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে কাজ করেছেন। ১২ বছর মাস্টারকার্ডের শীর্ষপদে ছিলেন বাঙ্গা। ২০২১ সালের ডিসেম্বরে অবসর গ্রহণ করেন।
এছাড়া বারাক ওবামার আমল থেকেই হোয়াইহাউসের সঙ্গে তার যোগাযোগ। ওবামা তাকে প্রেসিডেন্টের অ্যাডভাইসার কমিটির বাণিজ্য নীতি দেখার দায়িত্ব দিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button