আন্তর্জাতিক

বেতনে সংসার চলে না, পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!

বেশি বেতনের আশায় এক চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগ দেন অনেকেই। আবার অনেকেরই মন্তব্য থাকে এই বেতনে সংসার চলে না। সেটা সাধারণ চাকুরিজীবীদের জন্য হতেই পারে।কিন্তু একজন প্রধানমন্ত্রী কি এমনটা বলতে পারেন! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন অর্থ সমস্যায় আছেন। তার সংসার চলছে না। তাই তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিতে চাইছেন। মেট্রো ইউকে ও টাইমস নাউ নিউজকে এমন তথ্যই দিয়েছেন বরিস জনসন।

বেতন কম। যে টাকা পান, প্রধানমন্ত্রী না থাকলে তার থেকে বেশি অর্থ উপার্জন করতে পারতেন। এত কম টাকায় সংসার খরচ চালাতে পারছেন না তিনি। সম্প্রতি ঘনিষ্ঠমহলে এমনই নাকি বলেছেন জনসন। তারপরই জানিয়েছেন ইস্তফা দেওয়ার ব্যাপারেও নাকি ভাবনাচিন্তা করছেন। খবর মেট্রো ইউকে ও টাইমস নাউ নিউজের।

প্রতিবেদনে জনসনের দলের এক এমপিকে উদ্ধৃতি করে বলা হয়েছে, আর প্রধানমন্ত্রী পদে থাকতে চান না জনসন। বর্তমানে তার বেতন বছরে দেড় লাখ পাউন্ডের কাছাকাছি। অথচ এর আগে একটি পত্রিকায় কলাম লিখেই তিনি বছরে আয় করতেন ২ লাখ ৭৫ হাজার পাউন্ড। এছাড়া মাসে দু’টি সেমিনারে বক্তৃতা দিয়ে তিনি আয় করতেন ১ লাখ ৬০ হাজার পাউন্ডের কাছাকাছি। সেখানে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সত্যিই তার উপার্জন কমে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছয় ছেলেমেয়ের পড়াশোনা, প্রাক্তন স্ত্রীকে খোরপোষ বাবদ প্রতি মাসে অনেক অর্থই খরচ করতে হয় জনসনের। আর তাই এই সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি। তবে এখনই নয়, ব্রেক্সিট সম্পর্কিত সমস্ত সমস্যার সমাধান এবং করোনা পরিস্থিতি দূর হলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জনসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button