জাতীয়

সোনার বাংলা গড়তে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধ, আমাদের ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতি পর্যটনকে বিকশিত করার মূল মন্ত্র। এই বিষয়গুলো সব সময় আমাদের অনুপ্রেরণা হিসাবে কাজ করছে। স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনকে সম্পৃক্তকরণ ও পর্যটন সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আজ বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক নওগাঁ জেলার সাথে আয়োজিত অনলাইন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিভিন্ন ধর্মের ও সময়ের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক যে সকল স্থাপনা রয়েছে তা আমাদের অন্যতম পর্যটন আকর্ষণ। নওগাঁ জেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার,পতিসর জমিদার বাড়ি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। নওগাঁ জেলায় অবস্থিত বৌদ্ধ ধর্মের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা সমূহের গুরুত্বকে কাজে লাগিয়ে ভারত, ভুটান ও চীনের নাগরিকদের জন্য জায়গাটিকে গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যে রূপান্তরের সুযোগ রয়েছে। প্রতিমন্ত্রী বলেন,পর্যটন স্থাপনা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন পর্যটন স্থাপনা দুর্বৃত্তরা যাতে কোনো রকমে অপদখল করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এই পর্যটন স্থাপনাগুলোর কোনরকম ক্ষতি যাতে কেউ করতে না পারে তাও নজরে রাখতে হবে। যে সমস্ত দুর্বৃত্ত ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক পর্যটন স্থাপনা অপদখল বা ক্ষতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে। পর্যটন গন্তব্যে কানেক্টিভিটি বৃদ্ধি করার ক্ষেত্রে মনোযোগ দিতে স্থানীয় প্রশাসনকে আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটন গন্তব্য সমূহের রাস্তা নির্মাণ,মেরামত ও সংরক্ষণকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করতে হবে। দেশের প্রান্তিক পর্যায়ে অবস্থিত পর্যটন আকর্ষণগুলো তে পর্যটকেরা যাতে সহজে ও স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারে সেটি নিশ্চিত করতে হবে। মাহবুব আলী বলেন, স্থানীয় পর্যায়ে পর্যটন গন্তব্য সন্নিহিত এলাকায় পর্যটকের আবাসনের সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পর্যটকদের জন্য আবাসনের ব্যবস্থা করছে। তবে পর্যটকদের জন্য সহজসাধ্য ও সুলভ আবাসন নিশ্চিত করার জন্য স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। পর্যটন শিল্পে আগ্রহী উদ্যোক্তাদের সকল ধরনের নীতিগত সহায়তা প্রদানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আন্তরিক। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মোহাম্মদ জাবের এর সঞ্চালনায় ও নওগাঁ জেলার জেলা প্রশাসক মোঃ হারুন -অর-রশিদ-এর সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, পটুয়াখালী জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিগণ,গণমাধ্যম কর্মী,বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ ও পর্যটনের সাথে সম্পৃক্ত বিভিন্ন সেক্টরের অংশীজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button