জেলার খবর

রায়গঞ্জে অবৈধ বালু উত্তোলন ১ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধ বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিল পারভেজ এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার নলকা ইউনিয়নের সাহেবগঞ্জের ফুলজোর নদী থেকে সরকারি অনুমতি ব্যতিরেকে বিক্রয়ের উদ্দেশ্যে বালু উত্তোলন করার অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ (এক লাখ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকতা দেওয়ান শহিদুজ্জামান, নলকা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ফজলার রহমান ও সলঙ্গা থানা পুলিশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি’) তানজিল পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বারবার সতর্ক করার পরেও বালু উত্তোলন অব্যাহত রাখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। তাই জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি’) তানজিল পারভেজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button