জাতীয়

ঈদযাত্রায় পথে পথে ভোগান্তি

ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছেন নগরবাসী। শনিবার সকাল থেকেই যাত্রীদের ভিড় বেশি শিমুলিয়া ও দৌলতদিয়া – পাটুরিয়া নৌরুটে।

পারাপারের অপেক্ষায় রয়েছে তিন সহস্রাধিক মোটরসাইকেল, চার শতাধিক প্রাইভেটকার ও তিন শতাধিক পিকআপ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন গণমাধ্যমকে জানান, সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে অত্যাধিক। তবে আমাদের ব্যবস্থাপনা মতোই কাজ চলছে। তিনশত পিকআপ রয়েছে, তাদের পারাপার করা হচ্ছে না। যাত্রী, প্রাইভেটকার ও মোটরসাইকেল পারাপারের জন্য ঘাটগুলো নির্দিষ্ট করে দেয়া হয়েছে। ৩ সহস্রাধিক মোটরসাইকেল ও ৪ শতাধিক প্রাইভেট-মাইক্রোবাস পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মো. সোলেমান জানান, যাত্রীর চাপ রয়েছে লঞ্চ ও স্পিডবোট ঘাটে। যাত্রী পারাপারের ৮৫টি লঞ্চ ও ১৫৫টি স্পিডবোট রয়েছে।

অন্যদিকে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটেও লঞ্চগুলোতে যাত্রীদের চাপে ধারণক্ষমতার দিগুণ যাত্রী বহন করতে দেখা গেছে।

এছাড়া পাটুরিয়া মহাসড়কে গতকালের মতো আজও ব্যক্তিগত যানবাহন ও যাত্রীবাহী বাসের দীর্ঘ সারি থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। তারপরও বাড়িতে প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাদপন করতে যেতে পেরে খুশি যাত্রীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button