জাতীয়

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫ টাকা

দেশে ভোক্তাপর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ৩৫ টাকা কমেছে। এখন এলপিজির দাম ১ হাজার ২০০ টাকা লাগবে। আর এত দিন ১ হাজার ২৩৫ টাকা দামে কিনতে হচ্ছিলো। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

আজ রোববার (২ অক্টোবর) দেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ সম্মেলনে অক্টোবর মাসের জন্য এই নতুন দাম ঘোষণা করা হয়।

ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে নতুন এই দামের ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল।

বাজারে দাম কার্যকর না হওয়ার বিষয়ে আবদুল জলিল বলেন, ‘এ ব্যাপারে ভোক্তা যদি সরাসরি কমিশনে অভিযোগ করেন, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

দাম ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য আ ব ম ফারুক, মোহাম্মদ বজলুর রহমান ও মো. কামরুজ্জামান।

গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button