আদালত

সিলেট-৩ আসনের ভোট ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ

সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ ১০ আগস্টের পর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে সুবিধাজনক সময়ে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) এ বিষয়ে করা রিটের শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক বিশেষ হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ২৬ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ স্থগিত চেয়ে আদালতে একটি রিট আবেদন করা হয়।

করোনা পরিস্থিতির কারনে সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত করার অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বরাবরে ই-মেইলের মাধ্যমে গত ২৫ জুলাই আইনি নোটিশ পাঠান ৫ আইনজীবী। নোটিশদাতা ৫ আইনজীবী হলেন- মোহা. মুজাহিদুল ইসলাম, আল-রেজা মো. আমির. জোবায়দুর রহমান, মো. জহিরুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

এরই ধারাবাহিকতায় সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিত চেয়ে ২৬ জুলাই স্থানীয় ৬ বাসিন্দা ও ৫ আইনজীবী হাইকোর্টে একটি রিট আবেদন করেন।

এরই ধারাবাহিকতায় ভোটগ্রহণ ১০ আগস্টের পর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button