জাতীয়

ইয়াবার চেয়েও ভয়াবহ ‘আইস’

দেশে নতুন পরিচিত মাদক’ আইসের বাজার তৈরি চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘রাজধানীর গেন্ডারিয়া এলাকার বাসিন্দা মূলহোতা গ্রেফতার চন্দন রায়। পেশায় তিনি একজন স্বর্ণের ব্যবসায়ী। তবে এর পাশাপাশি মালয়েশিয়া থেকে আমদানি করে দেশে ‘অভিজাতদের মাদক’ আইসের বাজার তৈরির চেষ্টা করছিলেন তিনি।’

পরে তার দেয়া তথ্য অনুযায়ী রাজধানীর গুলশান, বনানী ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে আরো ৫ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬০০ গ্রাম আইস উদ্ধার করা হয়, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

তিনি বলেন, ‘আইস বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন মাদক। যা সেবু, ক্রিস্টাল ম্যাথ, ডি ম্যাথসহ বিভিন্ন নামে পরিচিত। এটি ক্ষুদ্র দানাদার জাতীয় মাদক যা ক্রিস্টাল আকারে দেশে আনা হয়। আইসের কেমিক্যাল নাম মেথান ফিটামিন, যার উৎপত্তিস্থল অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও চায়না।’

নতুন এই মাদক গ্রহণে ইয়াবার চেয়েও ৫০-১০০ গুণ বেশি উত্তেজনার সৃষ্টি করে। এটি মূলত স্নায়ু উত্তেজক মাদক, যা গ্রহণের ফলে স্বাভাবিক সময়ে তুলনায় হরমোনের উত্তেজনা ১ হাজার গুন বৃদ্ধি পায়। এর ফলে ব্রেন স্ট্রোক ও হার্ট স্ক্রোক হওয়ার সম্ভাবনা থাকে, এটির তীব্র রাসায়নিক বিক্রিয়ার ফলে ধীরে ধীরে দাঁতও ক্ষয়ে যায়। এছাড়া, এটি গ্রহণে স্থায়ী হেলুসিনেশন সৃষ্টি হয়।

এই চক্রের মূলহোতা চন্দন রায় দেয়া তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘তার প্রবাসী আত্মীয় শংকর বিশ্বাসের মাধ্যমে মালয়েশিয়া থেকে ব্যাগেজে করে বিমানযোগে দেশে আনতেন। আইসের মূল বাজার মূলত সমাজের উচ্চবিত্ত শ্রেণি। মাত্র ২-৩ টি কণার মাধ্যমে একবার এই মাদক গ্রহণ করতে প্রায় ১২ হাজার টাকা খরচ হয়, তাই নিম্ন বা মধ্যবিত্তদের পক্ষে এটি গ্রহণ করা সম্ভব নয়। উচ্চবিত্তদের বিভিন্ন পার্টি বা উচ্চবিত্ত সন্তানদের টার্গেট করে আইসের বাজার সৃষ্টির চেষ্টা করছিলো এই চক্রটি।’

গতকাল বুধবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে চন্দর রায়সহ (২৭) ৬ জনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রমনা বিভাগ। গ্রেফতার অপর ৫ জন হলেন- সিরাজ (৫২), অভি (৪৮), জুয়েল (৫০), রুবায়েত (৩০), ও ক্যানি (৩৬)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button