সাহিত্য ও বিনোদন

ভারত-বাংলাদেশ লেখক-গবেষকদের সমন্বয়ে ‘সত্যজিৎ: ভিন্ন মনে অন্য কোণে’

কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে ভারত ও বাংলাদেশের লেখক-গবেষকদের সমন্বয়ে লেখা বই ‘সত্যজিৎ: ভিন্ন মনে অন্য কোণে’।

চলতি মাসের (অক্টোবর) মাঝামাঝি সময়ে বইটি পশ্চিমবঙ্গে প্রকাশ পেতে যাচ্ছে।

‘সত্যজিৎ: ভিন্ন মনে অন্য কোণে’ বইতে বাংলাদেশ থেকে লিখেছেন সৈয়দা নিগার বানু ও মুহাম্মাদ আলতামিশ নাবিল।

এছাড়া ভারত থেকে লেখকদের তালিকায় রয়েছেন সত্যজিৎপুত্র বিশিষ্ট চলচ্চিত্রকার সন্দীপ রায় ও অভিনেত্রী সিমি গারেওয়াল, নাসার বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়, অস্কারজয়ী সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টি, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত উজ্জল চক্রবর্তী, প্রসেনজিৎ দাশগুপ্ত, অরিজিৎ গাঙ্গুলী, শিবশঙ্কর ভট্টাচার্য, রাহুল মজুমদার, ঋদ্ধি গোস্বামী, কান্তিরঞ্জন দে, তূর্ণী ধর, শুভঙ্কর ব্যানার্জী, সৌম্যকান্তি দত্ত, বাণীব্রত মুখার্জি, সৌরভ চক্রবর্তী, ঝিনুক মুখার্জী এবং স্যমন্তক চট্টোপাধ্যায়।

বইটি সংকলন, সম্পাদনা এবং প্রচ্ছদ করেছেন বাণীব্রত মুখার্জি এবং সহ-সম্পাদনায় সৌরভ চক্রবর্তী। এটির প্রচ্ছদ এঁকেছেন নীনা ঘোষ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button