রাজনীতি

ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড ভাঙা অসম্ভব: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না।

বুধবার (৩০ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের জন্য মাইলফলক। বিএনপি তাদের চিরাচরিত ষড়যন্ত্রের রাজনীতির ধারাবাহিকতায় একাদশ সংসদ নির্বাচনেও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে এবং নির্বাচন নিয়ে জনগণের উৎসব আমেজে স্থবিরতা সৃষ্টি করতে অপতৎপরতা চালিয়েছিলো।’

তিনি বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে বিএনপির নেতৃত্বাধীন অশুভ জোট আগুন সন্ত্রাস চালিয়ে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিলো। তাদের আগুন সন্ত্রাসে শত শত মানুষ প্রাণ হারিয়েছে।’

‘ইভিএমে ভোট দিলে সব ভোট নৌকার বাক্সে চলে যায়’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্য প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘তাহলে কি নৌকার ভোট ধানের শীষে যাওয়ায় তাদের দু’জন পৌর-মেয়র জয়ী হয়েছেন?

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির যেকোনও শান্তিপূর্ণ কর্মসূচিকে আমরা স্বাগত জানাই। তবে আন্দোলনের নামে কোনও নৈরাজ্য সৃষ্টি করলে, জনগণের সম্পদ রক্ষায় সরকার কঠোর ব্যবস্থা নেবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button