রাজনীতি

ধর্ষণ ইস্যুতে রাজনৈতিক ফায়দার অপচেষ্টা বিএনপির: কাদের

ধর্ষণ ইস্যুতে একটি দল রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করছে বলে, জানিয়েছেন বিএনপির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির নেতাদের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকারের পদত্যাগ নয়, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে বিএনপির ‘টপ টু বটম’ পদত্যাগ করা উচিত।’

তিনি আরও বলেন, ‘অপরাধী ও খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেয়া, পুনর্বাসন করা, খুনিদের লালন-পালন এবং খুন, সন্ত্রাস ও ষড়যন্ত্র বিএনপির রাজনৈতিক সংস্কৃতি। বিএনপি ২০০১ সালে ক্ষমতায় আসার পর দেশে হত্যা, সন্ত্রাস, নারী নির্যাতন ও সংখ্যালঘু নির্যাতনের অভয়ারণ্য তৈরি করেছিলো।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল, নারী নির্যাতন বিশ্ব বিবেককে হতবাক করে দিয়েছিলো। ফাহিমা, মাহিমা, পূর্ণিমাসহ হাজারো নারী ধর্ষণের শিকার হয়েছিলো, কেউই বিচার পায়নি। বিচারের বাণী তখন নিভৃতে কেঁদেছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে যেভাবে সংখ্যালঘু নির্যাতন করেছে, তা ৭১’এর পাক হানাদারদের নির্যাতনকেও হার মানিয়েছিল।’

তিনি বলেন, ‘বিএনপি নিজ দলের নেতা জামাল উদ্দিনকে প্রথমে অপহরণ ও পরে হত্যা। তার সেই হত্যার বিচার পর্যন্ত তারা করেনি। তাই আয়নায় তাদের চেহারা দেখা উচিৎ। বেগম জিয়া অপারেশন ক্লিন হার্টের নামে ৯৮ জন মানুষকে হত্যার বিচার বন্ধে সংসদে ইনডেমনিটি বিল এনে বিচার বন্ধ করেছিলেন।’

শেখ হাসিনা সরকার যে কোনও ‘অপরাধকে অপরাধ’ হিসেবেই দেখে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতি, অনিয়ম এবং যে কোনও অপরাধের মূলোৎপাটনে সরকারের কোনও পিছুটান নেই। প্রতিটি ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হবে, বিচার হচ্ছে, কোন অপরাধীই রক্ষা পাবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সম্প্রতি নারীর প্রতি অবমাননা এবং সহিংসতার বিষয়ে আওয়ামী লীগ ও সরকার নিজস্ব অবস্থান স্পষ্ট করেছে। নোয়াখালীর ঘটনাসহ প্রতিটি ঘটনায় অভিযুক্তদের তাৎক্ষণিক গ্রেফতার করে বিচারের আওতায় আনা হয়েছে। এসকল ঘৃণ্য অপরাধীদের কোনও দলীয় পরিচয় থাকতে পারে না, দলীয় পরিচয় তাদের রক্ষার ঢাল হতে পারে না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button