রাজনীতি

আইনের ফাঁদে আটকে আছেন খালেদা জিয়া: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আটকে আছেন আইনের ফাঁদে। তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার মামলা করেছে। বর্তমান সরকার কোনো মামলা করেননি।

শুক্রবার (৩ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীরা রাজপথে কোনো কর্মসূচি দিতে পারেনি। তারা ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার উদারতায় খালেদা জিয়ার চিকিৎসা বাড়ি থেকে করার সুযোগ করে দেয়া হয়েছে। এমনকি বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা করায় সহযোগিতা করেছে।

 বিএনপি ঝিমিয়ে পড়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ঠেকাতে আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস তৈরি করে জনগণের সাপোর্ট হারিয়েছে। বিএনপি নেতাকর্মীদের মধ্যে কোনো মিল নেই। আমারা পজিটিভ রাজনীতি করতে চাই। আমাদের উন্নয়নে বেশ কিছু কর্মসূচি হাতে নিতে হবে। দলকে সুসংগঠিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, তবে যারা অংশ নিয়েছে তারা প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এদের পার্টির কোনো সমর্থন নেই।
 
দেশ পরিচালনা করতে গেলে বিদেশি চাপ থাকে জানিয়ে কাদের বলেন, যারা আমাদের চাপে রাখতে চেয়েছিল, তারাই এখন চাপে আছে। কারণ আরব বসন্তের ছোঁয়া আটলান্টিকের ওপারেও লেগেছে। ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিদের নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে।
 
আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বিষয়ে সাধারণ সম্পাদক বলেন, আমরা ব্যাপক উদ্‌যাপনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রতিষ্ঠার ৭৫ বছর পালন করব। আগামী ১৭ মে আমাদের নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশে কর্মসূচি পালন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button