খেলা

রিয়াল মাদ্রিদের তিন খেলোয়াড় গ্রেফতার

চলমান মৌসুম দারুণ ছন্দে আছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে দলটির তিন খেলোয়াড়দের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের যৌন ভিডিও ছড়ানোর অভিযোগে লস ব্লাঙ্কোদের বয়সভিত্তিক দলের তিনজন খেলোয়াড়কে গ্রেফতার করেছে স্প্যানিশ পুলিশ।
এ মাসের শুরুতে ক্যানারি দ্বীপপুঞ্জের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেন ভুক্তভোগী ১৬ বছর বয়সি মেয়েটির মা।
স্প্যানিশ দৈনিক এল কনফিডেন্সিয়ালের বরাত দিয়ে রয়টার্স জানায়, ভুক্তভোগী ১৬ বছর বয়সি মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছিল রিয়ালের ‘সি’ দলের এক খেলোয়াড়। ফিজিক্যাল রিলেশনের ভিডিও ধারণ করে বন্ধুদেরও পাঠিয়েছিল সে।
সিভিল গার্ড পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রিয়াল মাদ্রিদের অনুশীলনের মাঠ থেকে তিন খেলোয়াড়কে আটক করা হয়। অভিযুক্তদের বয়স ২১-২২ বছরের মধ্যে।
সিভিল গার্ড পুলিশের মুখপাত্র বলেন, ‘অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের যৌন ভিডিও ছড়ানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সে জন্য তাদের গ্রেফতার করা হয়েছে।’
রিয়াল ‘বি’ দলের এক খেলোয়াড় এবং ‘সি’ দলের তিন খেলোয়াড়ের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত ভিডিও ছড়ানোর অভিযোগ জানে রিয়াল। পুরো ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানায় স্প্যানিশ ক্লাবটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button