জাতীয়

যাত্রীসেবা বাড়াতে একবছরের মধ্যে ৮০০ কোচ-ইঞ্জিন কেনা হবে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, ট্রেনে যাত্রী এবং মালামাল পরিবহনের সক্ষমতা বাড়াতে আগামী একবছরে ৭০০ থেকে ৮০০ কোচ এবং ইঞ্জিন আমদানি করা হবে। রেলের সক্ষমতা বাড়ানোর জন্য কোচ আমদানি করা হচ্ছে। এরইমধ্যে ২০০ বগি আমদানির জন্য অনুমোদন পাওয়া গেছে। লোকোমোটিভ আমদানিরও ব্যবস্থা নেয়া হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে ঈদযাত্রা পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আশা করি ট্রেনে যাত্রী এবং মালামাল পরিবহনের সক্ষমতা বাড়াতে আগামী একবছরে ৭০০ থেকে ৮০০ কোচ এবং ইঞ্জিন আমদানি করা হবে। রেলের সক্ষমতা বাড়ানোর জন্য কোচ আমদানি করা হচ্ছে। এরইমধ্যে ২০০ বগি আমদানির জন্য অনুমোদন পাওয়া গেছে। লোকোমোটিভ আমদানির ব্যবস্থা নেয়া হয়েছে। ফলে বাড়বে ট্রেনে যাত্রী ও মালামাল পরিবহনের সক্ষমতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button