আন্তর্জাতিক

দিল্লিতে সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪; আহত দুই শতাধিক

সহিংসতা বেড়েই চলেছে দিল্লিতে। নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে বাড়ছে হানাহানি, বাড়ছে বিদ্বেষ। চলছে দফায় দফায় সংঘর্ষ। এছাড়া এ সহিংসতায় এখন পর্যন্ত দুইশ’রও বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৩৪ জন মানুষ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়। গত রোববার থেকে এ দাঙ্গা ছড়িয়ে পড়তে শুরু করে। এরপর মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভারতে মার্কিন প্রেসিডেন্টের সফরকালেই ওই সহিংসতার জেরে রণক্ষেত্রে পরিণত হয় দিল্লি। মূলত নাগরিকত্ব আইনের পক্ষ-বিপক্ষে দ্বন্দের জেরে এ সহিংসতা শুরু হয়। পরে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ এ সহিংসতার ঘটনায় এক টুইটাবার্তায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

পরিস্থিতি মোকাবিলায় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কিছু বৈঠক করেছেন। এ নিয়ে দেশটির একাধিক আদলত উদ্বেগ প্রকাশ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিগগিরই কার্যকর উদ্যোগ গ্রহন করা হবে বলে জানিয়েছেন অমিত শাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button