আন্তর্জাতিক

পুতিন ইউরোপিয়ান নিরাপত্তাকে তছনছ করে দিয়েছেন: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ভ্লাদিমির পুতিন ইউরোপীয়ান নিরাপত্তাকে তছনছ করে দিয়েছেন এবং ইউক্রেন আক্রমণে রাশিয়া ভয়ঙ্কর অস্ত্র এবং ভয়ঙ্কর শক্তি ব্যবহার করছে। খবর: বিবিসির।

বুধবার (১৬ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে লিজ ট্রাস বলেন, পুতিনের যুদ্ধ মেশিনের আর্থিক উৎসের একটি হলো তেল ও গ্যাস বিক্রির আয়। আমি এটা বলছি না যে আমরা সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের প্রতিটি নীতির সঙ্গে একমত। কিন্তু তারা বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি নন, যেটা ভ্লাদিমির পুতিন।

তিনি আরও বলেন, ১৪১টি দেশ জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে। তাদেরকে আমাদের সঙ্গে ধরে রাখতে হবে এবং তাদের সঙ্গে কাজ করার দরকার আছে।

এ সময় ট্রাস আরও বলেন, ‘যেকোনো মূল্যে পুতিনকে আমাদের থামাতে হবে। তিনিই আসল হুমকি যা বিশ্ব মোকাবিলা করছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button