খেলা

লিভারপুলের মাঠে সিটির গোল উৎসব

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে ১-৪ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি।

এ নিয়ে লিগে টানা দশম ম্যাচে জয় পেল পেপ গার্দিওলার দল। এ জয়ে শীর্ষে থাকা সিটির শিরোপা স্বপ্ন আরও উজ্জ্বল হলো।

২২ ম্যাচে তাদের সংগ্রহ ৫০ পয়েন্ট। যা ২৩ ম্যাচ খেলে দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৫ পয়েন্ট বেশি। আর সিটি থেকে ১০ পয়েন্ট দূরে থাকা লিভারপুলও ২৩ ম্যাচ খেলেছে।

এটি ম্যানসিটির টানা দশম ম্যাচে জয় এবং সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের চতুর্দশ জয়। কোনো ইংলিশ ক্লাবের ক্ষেত্রে এটা একটা রেকর্ড। এর আগে টানা এতগুলো ম্যাচে জয় পেয়েছিল প্রেস্টন (১৮৯২ সালে শেষ) এবং আর্সেনাল (১৯৮৭ সালে শেষ)।

অন্যদিকে শীর্ষ লিগ জেতার পরের মৌসুমে কোনো ইংলিশ ক্লাবের টানা তিন ম্যাচ হারার লজ্জা লিভারপুলের । এর আগে ১৯৫৬ সালের মার্চে এমন লজ্জায় ডুবেছিল চেলসি। শিরোপাধারী কোনো দলের ইংল্যান্ডের শীর্ষ লিগের এই পর্যায়ে সবচেয়ে বেশি পয়েন্ট খোয়ানোর রেকর্ডও এটা। গতবার এই সময়ে লিভারপুলের পয়েন্ট ছিল ৬৭, আর এবার তার চেয়ে ২৭ পয়েন্ট কম।

রবিবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের বড় পরাজয়ে গোলরক্ষক আলিসনের রয়েছে সবচেয়ে বড় ভূমিকা। লিভারপুলের এই বিশাল হারের দায় অনেকটা ইনজুরি কাটিয়ে ফেরা দলের মূল গোলরক্ষক আলিসনের ওপর বর্তায়। দুটি ভয়াবহ ভুল করে বসেছেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক, যার পূর্ণ ফায়দা তুলে নিয়েছে সিটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button