খেলা

ওয়ানডেকে বিদায় জানাচ্ছেন ফিঞ্চ

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

শনিবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন ফিঞ্চ।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ফিঞ্চ প্রায় ১২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন।
এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি ওয়ানডে খেলেছেন এ ডানহাতি ওপেনার। এর মধ্যে ৫৪ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ৩০টিতে জয়ের দেখা পেয়েছেন তিনি। ওয়ানডে থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব চালিয়ে যাবেন ফিঞ্চ। আসন্ন বিশ্বকাপে তিনিই থাকবেন অস্ট্রেলিয়ার নেতৃত্বে। ধারণা করা হচ্ছে তারপরই ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে বিদায় বলবেন তিনি।

বিগত বেশ কিছুদিন ধরেই ব্যাটে রানখরায় ভুগছিলেন ফিঞ্চ। ওয়ানডের শেষ ৭ ম্যাচে অস্ট্রেলিয়ান এই ওপেনারের ব্যাট থেকে এসেছে মাত্র ২৬ রান, এর মধ্যে ৩ ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে। জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড সিরিজে ৫ ম্যাচে তার সর্বোচ্চ রান ছিল মাত্র ১৫। এমন পারফরম্যেন্সের পরই তাকে নিয়ে শুরু হয় সমালোচনা। তবে সব আলোচনা-সমালোচনা থামিয়ে দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তই জানিয়ে দিলেন এই অজি ক্রিকেটার।

ওয়ানডে থেকে অবসরের ঘোষণা প্রসঙ্গে ফিঞ্চ বলেন, ‘একজন নতুন নেতাকে পরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার এবং জেতার সর্বোত্তম সুযোগ দেওয়ার সময় এসেছে। আমার যাত্রায় যারা আমাকে সাহায্য করেছেন এবং সমর্থন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button