খেলা

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যালান ডেভিডসন আর নেই

অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ক্রিকেটার অ্যালান ডেভিডসন আর নেই। শনিবার (৩১ অক্টোবর) তার মৃত্যু হয় । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

ক্রিকেটবিশ্বে অ্যালান পরিচিত থাকবেন প্রথম ক্রিকেটার হিসেবে, যিনি একই টেস্টে শতরান এবং ১০ উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলেছেন তিনি। ব্যাট হাতে ১৩২৮ রান করেছেন। বাঁ হাতি সুইং বোলার ছিলেন। নিয়েছেন ১৮৬টি উইকেট। ২০১১ সালে আইসিসি তাকে হল অব ফেমের অন্তর্ভুক্ত করে।

১৯৫৩ সালের অ্যাশেজ সিরিজে অভিষেক হয় অ্যালানের। ১৯৬০ সালে প্রথম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্রিসবেনের সেই ম্যাচে ভাঙা আঙুল নিয়ে খেলেছিলেন তিনি। শেষ দিনে ৮০ রান করে কোনো মতে ম্যাচ বাঁচান।

অবসরের পর ১৯৭৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক হিসেবে কাজ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button