জাতীয়রাজনীতি

দল নিবন্ধন আইনে মতামত দেওয়ার সময় বাড়ছে: ইসি

রাজনৈতিক দল নিবন্ধন আইনের খসড়ার ওপর মতামত দেওয়ার জন্য সময় বাড়াচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নির্বাচন ভবনে, নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আলমগীর।

তিনি বলেন, দল নিবন্ধন আইনের জন্য বিএনপি, আওয়ামী লীগসহ বেশকিছু দল মতামত দেয়নি। এছাড়া বাংলাদেশ আওয়ামী মতামত দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন জানিয়েছে। তাই সবকিছু বিবেচনা করে আরও কিছুদিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১৬ জুন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাছে আইনটির খসড়ার ওপর মতামত দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী আজ মঙ্গলবারের মধ্যে মতামত দেওয়ার কথা ছিল।

করোনাকালে নতুন নিবন্ধন আইন না করে পরবর্তীতে বিএনপির দাবির প্রসঙ্গে আলমগীর বলেন, ‘এ নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করবো। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, কী করবেন।

তিনি বলেন, রাজনৈতিক দল নিবন্ধন নিয়ে আলাদা কোনও আইন নেই। তাই এ উদ্যোগটি নেওয়া হয়েছে। অনেকের মতামতই আমরা পেয়েছি। আবার অনেকের মতামত পাইনি।’

নির্বাচনে অংশ নিতে চাইলে অবশ্যই ইসিতে দল হিসেবে নিবন্ধন নিতে হয়। এজন্য প্রতি সংসদ নির্বাচনের আগে নিবন্ধন নেওয়ার জন্য আবেদনের আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন। বর্তমানে নির্বাচন কমিশনে ৪১টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button