জাতীয়

প্রথমে এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের ক্লাস খোলা হবে : দীপু মনি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে প্রথমে এবছর যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে তাদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বুধবার (২৬ মে) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, যারা এবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে তাদের জন্য প্রথমে খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে একদিন করে ক্লাসে নেবো। শুরুতে তারা সপ্তাহে একদিন আসবেন। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে পূর্ণাঙ্গভাবে চলবে।

আর আগামী বছর যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেবে আমরা তাদেরকেও ক্লাসে নেওয়ার চেষ্টা করবো।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button