জাতীয়

খাগড়াছড়ির পাঁচ উপজেলায় আগামীকাল আধাবেলা অবরোধ

খাগড়াছড়ির গুইমারায় প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) হত্যার প্রতিবাদে আগামীকাল রোববার (৪ সেপ্টেম্বর ) ৫ উপজেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

৫টি উপজেলা হলো, গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি।

শনিবার (৩ সেপ্টেম্বর ) সংবাদমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে বলা হয়, অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে।

ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা, অবরোধ কর্মসূচি সফল করতে সব যানবাহন মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন বিবৃতিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button