রাজনীতি

নৈতিক সমাজ’ নামে দেশে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

রাজনীতিতে নীতিমান নেতৃত্ব ও নৈতিক মূল্যবোধ তৈরির উদ্দেশ্যে, ‘নৈতিক সমাজ’ নামের নতুন একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন সাবেক মেজর জেনারেল আ ম স আ আমিন।

মঙ্গলবার (৩০ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির আত্মপ্রকাশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেন।

অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন এ রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে ড. কামাল হোসেন বলেন, নতুন প্রজন্মকে নৈতিকতা বোধের শিক্ষা দিতে হবে। নৈতিকতা ও সততা লালন করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে নৈতিকতার মৃত্যু হয়েছে। সংখ্যালঘুদের ওপর একের পর এক অত্যাচার হচ্ছে। ক্ষমতাসীন দলের লোকেরাই এসব করছে। নৈতিকতা বোধের অভাবে এসব হচ্ছে।’

নতুন দল গঠন প্রসঙ্গে আ ম স আ আমিন বলেন, ‘দেশের প্রধান সমস্যা হচ্ছে রাজনীতি। এজন্য নৈতিক মূল্যবোধের ধস নেমেছে। বড় দলগুলো ভালো মানুষদের রাজনীতিতে আনতে পারছে না। সমাজ-সংস্কৃতিতে নৈতিকতাবোধের অভাব দেখা দিয়েছে। রাজনীতিতে নীতিমাল নেতৃত্ব তৈরি করতে হবে। এসব পূরণ করতেই নৈতিক সমাজ কাজ করবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button