খেলালিড স্টোরি

টাইগারদের সিরিজ জয়

আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়ে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টানা দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা।

আজ শুক্রুবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের দেয়া ৩০৬ রানের বিশাল লক্ষ্য টপকাতে নেমে ২১৮ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

আফগানরা ৩০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায়। শরিফুলের ওভারের প্রথম বলে সিঙ্গেল রান নিতে গেলে আফিফ হোসেনের থ্রোতে স্টাম্প ভাঙলে ১ রানে বিদায় নেন ওপেনার রিয়াজ হাসান।

ওপেনার রহমত শাহ ও নাজিবুল্লাহ জাদরান মিলে প্রতিরোধ গড়ে তোলেন।  তবে দলীয় ১৪০ রানের মাথায় রহমানউল্লাহ গুরবাজকে ৭ রানের মাথায় বোল্ড করেন সাকিব।

দলের বিপাকে মোহাম্মদ নবি ও রশিদ খান কিছুটা আশা দেখালেও নবিকে ৩২ (৪০) রানে ফিরিয়ে মেহেদী হাসান ভাঙেন ৩৩ রানের জুটি। রশিদ খানকে ২৯ রানে বোল্ড করেন মোস্তাফিজুর রহমান। পরে আফগানরা গুটিয়ে যায় ৪৫ দশমিক ১ ওভারে ২১৮ রানে।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও সাকিব আল হাসান। ১ উইকেট করে নেন মোস্তাফিজুর, শরিফুল, মেহেদী মিরাজ, মাহমুদউল্লাহ ও আফিফ।

এর আগে, সকালে টস জিতে ব্যাট করতে নেমে তামিমকে ১২ রানে হারালেও দ্রুত ম্যাচে ফেরে বাংলাদেশ। সাকিব আল হাসানকে নিয়ে ৪৫ রানের জুটি গড়ে শুরুতে ধাক্কা সামাল দেন লিটন দাস। সাকিব ২০ (৩৬) রান করে সাজঘরে ফেরার পর মুশফিকুর রহিমকে নিয়ে ২০২ রানের রেকর্ড জুটি গড়েন লিটন দাস।

লিটন দাস তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম শতক। মুশফিকুর রহিম ৯৩ বলে ৮৬ রান করে ফেরেন সাজঘরে। শেষ পর্যন্ত ৪ উইকেটে ৩০৬ রান তোলে টাইগাররা।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button