জাতীয়

দর্শনার্থীদের পদচারণায় মুখর বিনোদন কেন্দ্রগুলো

করোনা ভাইরাসের জন্য কোনো বিধি-নিষেধ না থাকায় এবার ঈদের দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল বিনোদন কেন্দ্রগুলোতে।

রাজধানীর বিভিন্ন দর্শনীয়স্থানগুলোতে ঘুরে দেখা যায়, পর্যটকদের পদচারণায় মুখর বিনোদন কেন্দ্রগুলো।

শিশুপার্ক, চন্দ্রিমা উদ্যান, জাতীয় সংসদ ভবন এলাকা, ধানমন্ডি লেক, চিড়িয়াখানা, হাতিরঝিল, বঙ্গবন্ধু নভোথিয়েটার, আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, শ্যামলী শিশু মেলা কিংবা ঢাকার অদূরে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম, নন্দন পার্ক সবখানেই দর্শনার্থীদের ভিড়।

জানা গেছে, শুধু রাজধানী নয়, দেশের সর্বত্র পর্যটক ও দর্শনার্থীদের ঢল নেমেছে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত আর সাগরকন্যা কুয়াকাটায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

এদিকে, কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের সমাগম হয়েছে। মানুষের স্রোতে যেন তিল ধারণের ঠাঁই নেই।

সৈকত ছাড়াও মহেশখালীর আদিনাথ মন্দির, হিমছড়ি, ইনানী, দরিয়ানগর, সোনাদিয়া, বঙ্গবন্ধু সাফারি পার্কসহ বিভিন্ন পর্যটন এলাকায় বিপুল পরিমাণ পর্যটকের সমাগম রয়েছে।

সমুদ্র সৈকতের পাশাপাশি দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোও হইহুল্লোড়, আনন্দ-উল্লাসে মেতে ওঠেছে। বিনোদন কেন্দ্রেগুলোতে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ দুই বছর পর স্বস্তিতে ঘুরতে পেরে উচ্ছ্বসিত পর্যটক ও দর্শনার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button