আন্তর্জাতিক

পুত্রসহ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজকে আদালতে তলব

১৬ বিলিয়ন রুপি পাচারের অভিযোগে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও তার ছেলে হামজা শেহবাজকে শনিবার (৩০ জুলাই) দেশটির এক বিশেষ   তলব করেছেন। দেশটির দুই ক্ষমতাশীন নেতার বিরুদ্ধে মামলা করেছিল পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা। এজন্য আগামী ৭ সেপ্টেম্বর দেশটির আদালত তাদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ২০২০ সালের নভেম্বরে দুর্নীতি প্রতিরোধ আইন ও অ্যান্টি মানি লন্ডারিং অ্যাক্টের বিভিন্ন ধারায় শেহবাজ শরিফ (৭০),  তার ছেলে হামজা (৪৭) সুলেমানকে (৪০) অভিযুক্ত করে।
লাহোরের বিশেষ একটি আদালতে তাদের এই মামলার শুনানি চলছে। শেহবাজ শরীফ ও হামজা উভয়ই শুনানিতে অনুপস্থিত ছিলেন। কেননা  তাদের আইনজীবীরা আদালতের কাছে ইতোমধ্যে তাদের জামিন নিয়েছেন।
শরিফের আইনজীবী আমজাদ পারভেজ আদালতকে বলেছেন, তিনি অসুস্থ হওয়ায় ভ্রমণ করতে পারবেন না।
অন্যদিকে হামজার আইনজীবী রাও আওরঙ্গজেব বলেন, তার মক্কেলের পিঠে প্রচণ্ড ব্যথা, তিনি এখন বিশ্রামে আছেন। এফআইএ প্রসিকিউটর ফারুক বাজওয়া এই বিষয়ে আপত্তি করেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button