জাতীয়শিক্ষা

২০২৪ থেকে নবম শ্রেণিতে কোনো বিভাগ থাকছে না

শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী ২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষার মতো কোনো শ্রেণি বিভাজন থাকছে না।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) এনসিটিবিতে নতুন কারিকুলামের বই উদ্বোধনকালে এ কথা বলেন শিক্ষা মন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, ‘শুধু জ্ঞান নয়, এর সাথে দক্ষতা অর্জনই মূলত নতুন কারিকুলামের লক্ষ্য। তা বাস্তবায়নেই আমাদের আগামী দিনের পথচলা। এখন পাইলটিং চলবে। দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এটি বাস্তবায়িত হবে। এতে সফল হতে পারলে ২০২৩ সাল থেকে প্রাথমিকভাবে ষষ্ট ও সপ্তম শ্রেণি থেকে এটি বাস্তবায়ন করবো।

তিনি বলেন, ২০২৪ সালে অষ্টম ও নবম শ্রেণিতে এটি বাস্তবায়িত হবে। সে হিসেবে ২০২৪ সাল থেকে নবম শ্রেণিতে আর আর্টস, কমার্স, সায়েন্স ( মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান) আলাদা বিভাগ থাকবে না।’

শিক্ষামন্ত্রী আরো বলেন, আমরা দেখব নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা দক্ষতাসম্পন্ন হচ্ছেন কি না।

যখন চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে শিক্ষার্থীদের থেকে ফিডব্যাক পাবো, তখন নিজেদের সার্থক মনে হবে বলেও জানান শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button