খেলা

হাইকোর্টে আসাটা খুবই দুঃখজনক: কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, জীবনে প্রথমবার আমি হাইকোর্টে এসেছি। এসব বিষয় নিয়ে আদালতে আসাটাও আমার জন্য ভেরি স্যাড (দুঃখজনক)।

আজ বুধবার তার দায়ের করা এক রিটের আদেশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন বাফুফে প্রধান। এসময় সাংবাদিকদের অন্য কোন প্রশ্নের উত্তর দেননি তিনি।

মঙ্গলবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বিষয়ে প্রচারিত পাবলিক ডোমেইনে থাকা ভুয়া ও মানহানিকর তথ্য অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি নিজেই। এরপর আজ বুধবার (১৪ জুন) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হয়।

হাইকোর্ট ফিফার টাকার দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ সংক্রান্ত রুল বিবেচনাধীন থাকা অবস্থায় এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে গণমাধ্যম ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন কোনো ধরনের মতামত প্রকাশ করতে পারবেন না বলে আদেশ দেন হাইকোর্ট।

একইসঙ্গে কাজী সালাউদ্দিনকেও মতামত দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আদালতে কাজী সালাউদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কেসি, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকির। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button