আন্তর্জাতিককরোনা

ভাইরাসকে চ্যালেঞ্জ করে কোভিড পার্টির আয়োজন; অবশেষে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু !

প্রতিদিন-ই  করোনা ভাইরাসে আক্রমণ হচ্ছে মানুষ। মৃতের সংখ্যাও কম নয়। দেশি বিদেশি দৈনিক সংবাদ মাধ্যম, টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া সবখানেই সতর্কভাবে চলার পরামর্শ  দেয়া হয়েছে। সরকারি বেসরকারিভাবেও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা জানানো হয়েছে। তারপরও অনেক মানুষ গুরুত্ব দিচ্ছেনা ভয়াবহ এই রোগটিকে । তেমনি একটি ঘটনা ঘটেছে আমেরিকায়।

আমেরিকার টেক্সাসের ৩০ বছর বয়সি  এক যুবক চ্যালেঞ্জ ছুড়েছিলো করোনা ভাইরাসের প্রতি। অবশেষে করোনা সংক্রমিত হয়েই মৃত্যু হলো তার।

স্যান অ্যান্টোনিও-র মেথোডিস্ট হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার জেন অ্যাপেলবির দেওয়া তথ্য অনুযায়ী, ওই কোভিড পার্টির উদ্দেশ্যই ছিল মরণ ভাইরাসকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া৷ শর্ত অনুযায়ী, সংক্রমিত কোনও একজন ব্যক্তি ওই পার্টির আয়োজন করবেন এবং তার বন্ধুদের আমন্ত্রন জানাবেন৷

পার্টিতে উপস্থিত থেকেও করোনায় আক্রান্ত হওয়া থেকে কারা নিজেদের বাঁচাতে পারেন, সেটাই ছিল মূল চ্যালেঞ্জ৷

ওই চিকিৎসক জানিয়েছেন, ৩০ বছর বয়সি ওই যুবক ভেবেছিলেন তার যেহেতু বয়স কম তাই শরীরের প্রতিরোধ ক্ষমতা বেশি৷ ফলে পার্টিতে গেলেও তিনি সংক্রমিত হবেন না৷ এক কথায়, আমেরিকায় ১ লক্ষ ৩৫ হাজার মানুষ করোনায় মারা গেলেও মারণ ভাইরাসকে গুরুত্ব দেননি ওই যুবক৷

কিন্তু পরে করোনায় আক্রান্ত হয়ে নিজের ভুল বুঝতে পারেন তিনি৷ মৃত্যুর আগে নার্সকে তিনি বলেন, ‘মনে হয় আমি ভুল করে ফেলেছি ।’ পরে পুরো ঘটনা জানান তিনি।

অ্যাপেলবি বলেন, ‘অল্প বয়সিদের অনেক সময় দেখে বোঝা সম্ভব হয় না যে তারা ঠিক কতটা অসুস্থ ৷ কিন্তু যখন তাঁদের শরীরে অক্সিজেনের মাত্রা বা ল্যাব টেস্ট করা হয়, তখনই বোঝা যায় যে তাদের শরীর ঠিক কতখানি খারাপ৷’

আমেরিকায় করোনা সংক্রমণ হু হু করে বাড়তে থাকার জন্য অনেকেই অল্প বয়সিদের বেপরোয়া মনোভাবকেই দায়ী করছেন৷ এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের নিরিখে বিশ্বে প্রথম স্থানে রয়েছে আমেরিকা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button