জাতীয়

মেঘনায় ট্রলারডুবি, নববধূসহ নিহতের সংখ্যা বেড়ে ৭

বরযাত্রীদের ট্রলার ডুবে নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে কনেসহ কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে হাতিয়ার কেরিং চরের পাশের ভাঙ্গা স্লুইজের পাশের মেঘনায় ট্রলারটি ডুবে যায়।

জানা গেছে, হাতিয়ার দুই নম্বর চানন্দি ইউনিয়নের নলেরচর থেকে ভোলার মনপুরা উপজেলার চর কলাতলী যাচ্ছিল। ট্রলারটিতে ৬০ জন যাত্রী ছিল।

হাতিয়ার নলচিরা ইউনিয়নের ফরায়েজী গ্রামের আশফাক জানান, ট্রলারটিতে তার দুই ভাগ্নি, দুই নাতিন ও এক ফুপাতো বোন ছিল। তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

স্থানীয় মোরশেদ বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. হাসান জানান, উদ্ধার হওয়া সাতটি লাশ মোরশেদ বাজার তদন্ত কেন্দ্রে রয়েছে।

তিনি বলেন, ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের কতজন বিভিন্ন স্থানে উদ্ধার হয়েছে এ মুহূর্তে সঠিক বলা যাচ্ছে না। তবে আনুমানিক ৩০ জন উদ্ধার হয়েছে। তবে এখনও বেশ কয়েকজন নিখোঁজ। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button