খেলা

লিজেন্ডসদের সেরা ভারত

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বিশ্বের টেস্ট খেলুড়ে ছয় দলের সাবেক তারকাদের নিয়ে ভারতে আয়োজিত লিজেন্ডস কাপ সিরিজটির ফাইনালে, শ্রীলংকা সাবেকদের ১৪ রানে হারিয়ে লিজেন্ডসদের লিজেন্ডস হলো স্বাগতিক ভারত।

এর আগে ছয় দলের আসরে গ্রুপ পর্বে থেকে বাদ পরে অস্ট্রেলিয়ার জায়গায় খেলতে যাওয়া বাংলাদেশ লিডজেন্ডসরা এবং ইংলিশরা। পরে চার দল সেমিফাইনাল নিশ্চিত করে। সেখানে শ্রীলংকা ও ভারতের কাছে হেরে আসর শেষ করে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস ও দক্ষিণ আফ্রিকার সাবেকরা।

ফাইনালে শচিন-পাঠানদের কাছে হার স্বিকার করে হেরাথ-দিলশানেরা।

রবিবার মুম্বাইয়ের ডিআর ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমি মাঠে ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে যুবরাজ সিং ও ইউসুফ পাঠানের ব্যাটিং তাণ্ডবে চার উইকেটে ১৮১ রানের পাহাড় গড়ে স্বাগতিক ভারত।

দলের হয়ে ৩৬ বলে ৫টি ছক্কা আর চারটি বাউন্ডারিতে সর্বোচ্চ ৬২ রান করে অপরাজিত থাকেন ইউসুফ পাঠান। ৪১ বলে চারটি চার ও চারটি ছক্কায় ৬০ রান করেন যুবরাজ সিং।

অধিনায়ক শচীন টেন্ডুলকার করেন ২৩ বলে ৩০ রান। ইরফান পাঠান ৩ বলে ৮ রান করে অপরাজিত থাকে।

১৮২ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে সনথ জয়সুরিয়াকে সঙ্গে নিয়ে উদ্বোধনীতে ৬২ রানের জুটি গড়েন অধিনায়ক তিলকারত্নে দিলশান। এরপর খেই হারিয়ে ফেলে লংকানরা। মাত্র ২৯ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। ৩৬ বলে ঝড়ো ৬২ রানের ইনিংসের উপহার স্বরুপ ম্যাচ সেরা হন ইউসুফ পাঠান। রোড সেফটি সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন শ্রীলংকা লিজেন্ডেসের তিলকারত্নে দিলশান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button